কুষ্টিয়ার কুমারখালীতে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত ১২ লক্ষ ৫০ হাজার টাকার চেক ২৫ জন ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালসেমিয়া রোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ৭৮ কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় কুমারখালী পৌরসভা মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সমাসসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, রানা টেক্সটাইল মিলের স্বত্ত্বাধীকার মাসুদ রানাসহ প্রমূখ।