কুষ্টিয়ার কুমারখালী কয়া ইউনিয়নের বানিয়া পাড়া গ্ৰাম থেকে ২৫৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।
আটককৃতরা হলেন- মৃত হিলাল উদ্দিনের ছেলে মামুন (৪০) মৃত জাকির হোসেন ছেলে জুয়েল (২৫) ও জুয়েলের স্ত্রী সোনিয়া খাতুন।
সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার এ তথ্য জানান।
তিনি আরো জানান, থানা পুলিশের কাছে তথ্য আসে কয়েকজন মাদক বিক্রেতা কয়া ইউনিয়নের বানিয়া পাড়ায় কেনা-বেচার জন্য অবস্থান করছে এই সময় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের এক পর্যায়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালাতে থাকে। এই সময় তিন জন কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫৫ পিস ইয়াবা। এই বিষয়ে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১৩ তারিখ ১৬/৮/২০২১।