শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় হামলা-ভাঙচুর আটক ১

নিজস্ব প্রতিবেদক / ৭৬৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৯:২৫ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী সভায় আচরণবিধি লঙ্ঘন করে গাড়ি ভাংচুর করায় নৌকার সমর্থককে জেল ও জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধায় উপজেলার নন্দলানপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে মো. শরিফকে ৫ হাজার টাকা জরিমানা ও একদিনের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আমিরুল আরাফাত।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের সমর্থক শরিফের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুর করা হয়। এটি দেখতে পেয়ে সেখানকার স্থানীয় লোকজন শরিফকে আটক করে প্রশাসনকে খবর দিলে উপজেলা প্রশাসন ঘটনাস্থল গিয়ে শরিফকে ৫ হাজার টাকা জরিমানা ও ভ্রাম্যমাণ আদালতে একদিনের কারাদণ্ড প্রদান করেন।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আকিবুল ইসলাম বলেন, গাড়ি ভাংচুর করায় স্থানীয় ইউপি সদস্য শরিফ মেম্বারকে ভ্রাম্যমাণ আদালতে ১ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আমিরুল আরাফাত বলেন, নির্বাচনীয় আচরণ বিধিমালা, ১১(ক) ধারা মোতাবেক স্বতন্ত্র প্রার্থীর সভা সমাবেশে হামলা ও গাড়ি ভাংচুর করায় ভ্রাম্যমান আদালতে এক জনকে ৫ হাজার টাকা জরিমানা ও ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর