রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

কুমারখালীতে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনে সিরাজুল প্যানেল বিজয়ী! 

মোঃ মমিন ইসলাম, কুষ্টিয়া / ১৫৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ১১:১৬ পূর্বাহ্ন

সরাসরি ভোটে উৎসবমুখর পরিবেশ শান্তিপূর্ণ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে  কুমারখালীর উত্তর মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বুধবার উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে ৫ জন বিজয়ী হয়েছেন,এদের মধ্যে মোঃ আলিম ১০৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন, মোঃ আইনুল শেখ ১০০ ভোট পেয়ে দ্বিতীয় হন,মোঃ সিরাজুল ইসলাম ৯৯ ভোট পেয়ে তৃতীয় হন, মোঃ এনামুল ফারাজী ৯৫ ভোট পেয়ে চতুর্থ হন, অন্য দিকে মোছাঃ শিল্প খাতুন ৯৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন।

উল্লেখ্য, উত্তর মিরপুর  মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ২০৬।কাস্ট হয়েছে ১৮৬ ভোট।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশীদ, কেন্দ্র পরিদর্শনে আসেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার, উপস্থিত ছিলেন প্রায় অর্ধশতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর