কুষ্টিয়ার কুমারখালীতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সর্বাত্বক লকডাউন কার্যকর করতে ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় অযথা বাইরে ঘোড়াফেরা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম।
শুক্রবার সকালে কুমারখালী শহরের বেশকিছু এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করায় বিনা প্রয়োজনে অযথা বাইরে ঘোড়াফেরা করায় সংক্রামক রোগ প্রতিরোধ (নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারা ৫ পৃথক মামলায় ৮,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন জনস্বার্থে এই ভ্রাম্যমাণ আদালত আগামীতে অব্যাহত থাকবে।