কুষ্টিয়ার কুমারখালীতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সর্বাত্বক লকডাউন কার্যকর করতে ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও অযথা বাইরে ঘোড়াফেরা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এগারো জনকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান।
সোমবার দিনব্যাপী কুমারখালী উপজেলার বেশ কিছু এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করায় বিনা প্রয়োজনে অযথা বাইরে ঘোড়াফেরা করায় সংক্রামক রোগ প্রতিরোধ (নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারা ১১ পৃথক মামলায় এগারো জনকে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন জনস্বার্থে এই ভ্রাম্যমাণ আদালত আগামীতে অব্যাহত থাকবে।