শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

কুমারখালীতে সরকারি গাছ কাটার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ২৩৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:১২ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে জিকে প্রকল্পের আওতাধীন বেশ কিছু সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যাক্তির নাম এমদাদুল হক খোকন তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

আজ সোমবার সরজমিনে গিয়ে দেখা যাই,উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের জিকে প্রকল্পের আওতায়ধীন বহু বছরের পুরোনো বটগাছ কাটছেন শ্রমিকেরা সড়কের পাশেই পড়ে আছে গাছের ডালপালা। এমতাবস্থায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার জেলা প্রতিনিধি তুহিন ও তার ক্যামেরা পারসন মো.মেজর।

রাস্তার পাশেই গাছকাটা কাজের তদারকি করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা রহিম সাহেব তার কিছুক্ষণের মধ্যে এসে হাজির হন অভিযুক্ত ওই ইউপি সদস্য এমদাদুল হক খোকন তিনি এসেই জড়িয়ে যান তর্কবিতর্কে একপর্যায়ে তিনি সাংবাদিক তুহিন ও তার ক্যামেরা পারসনের সঙ্গে ধাক্কাধাক্কি ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এবিষয়ে এটিন বাংলার জেলা প্রতিনিধি তুহিন বলেন, জানতে পারি বল্লভপুর গ্রামে সরকারি গাছ কাটা হচ্ছে সেই সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় ইউপি সদস্য খোকন তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে ধাক্কাধাক্কি দেয়, বিষয়টি তিনি সঙ্গে সঙ্গেই কুমারখালী থানার ওসিকে জানান।

এবিষয়ে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, সরকারি গাছ কাটা অন্যায়। এটি টেন্ডারের মাধ্যমে কাটবে কেও যদি অন্যায় ভাবে কেটে থাকে তাহলে তাকেই এর দায় নিতে হবে। আপনার পরিষদের ইউপি সদস্য সাংবাদিকের ওপর যে হামলার ঘটনা ঘটিয়েছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান এটি ন্যাক্কারজনক ঘটনা এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আকিবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর