কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বাঁধবাজার ফুটবল মাঠে এ খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তর পারসাঁওতা যুব স্পোর্টিং ক্লাব বনাম বাঁশগ্রাম যুব স্পোর্টিং ক্লাবের খেলাটি উদ্বোধন করেন চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু।
প্রধান অতিথির বক্তব্যে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন,দুলের শান্তিপূর্ণ খেলা দেখা অনেক ভালো লেগেছে তারা জয় পরাজয়ের খেলায় ভালো লড়াই করেছে। তিনি বিজয় পরাজিত দুলের খেলোয়াড়দের শুভ কামনা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো.সেলিম হক বলেন,খেলাধুলা করলে শরীর ও মন সুস্থতা থাকে।পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করুন মাদক থেকে দূরে থাকুন।
এসময় উপস্থিত ছিলেন, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু, চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক মো. সেলিম হক,কুমারখালী উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ইমরুল হক লিংকন,বাঁবাজার পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ শামীম সরদার,চাপড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনোয়ার হোসেন লালন, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত খেলায় উত্তর পারসাঁওতা যুব স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে পরাজিত করে বাঁশগ্রাম যুব স্পোর্টিং ক্লাব।
খেলার সার্বিক আয়োজনে ছিলেন,ডা.রাসেল খন্দকার ড্রাগ হাউজ।