কুষ্টিয়ার কুমারখালীতে থানা রোড সংলগ্ন “শেখ প্রেস এন্ড কম্পিউটার ” নামের একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কম্পিউটার কম্পোজ,ফটোকপি,সরকারী-বেসরকারী দপ্তরের বিভিন্ন আবেদন ও অনলাইন ভিত্তিক যাবতীয় কাজের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা শুরু হলো।
প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। উদ্বোধন কালে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সামসুজ্জামান অরুণ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামরুজ্জামান তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান টুকু,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুণ, রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী প্রভাষক মাসুদ রানা,পৌর কাউন্সিলর এস এম রফিক,রমেশ দধি ভান্ডারের স্বত্বাধিকারী সুধাংশু কুমার ঘোষসহ প্রমূখ।
এসময় শেখ প্রেস এন্ড কম্পিউটারের পরিচালক তানভীর লিটন জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের আত্ব-প্রত্যয় নিয়ে সরকার প্রায় সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক করেছে। তারই আলোকে এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের ভোগান্তিহীন ও নামেমাত্র সার্ভিস চার্জ নিয়ে সেবা প্রদান করবে।