কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম (৫৬) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোরে নিজ বাড়ির বারান্দার গ্রিলের সাথে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছেন বলে জানা গেছে।
শলঘর মধুয়া ঘ্রামের রেজাউল ইসলাম ১৯৯০ সাল থেকে কেশবপুরের নিদেনতলায় শ্বশুরবাড়িতে থাকতেন। শ্বশুর ইউসুফ আলীর কোনো পুত্র সন্তান না থাকায় সেখানে থেকে তিনি চাকরি করতেন। তার স্ত্রী শেফালী আক্তার চর আগ্রাকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই শিক্ষক দম্পতির ২ ছেলে রয়েছে। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্নহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (মনছুর) কুমারখালী উপজেলা সাধারণ সম্পাদক ছিলেন।