সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

কুমারখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তানভীর লিটন, কুমারখালী / ১৭১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৭:০৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ আলীর সঞ্চালনায় শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান আবদুল মান্নান খান।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সামসুজ্জামান অরুণ।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে শহীদদের স্মৃতিচারন করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। এসময় বক্তারা বলেন,বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিগতভাবে মেধা শূণ্য করার ঘৃণ্য বর্বরোচিত হত্যা কান্ড ঘটিয়েছিল সেই প্রচেষ্টা আজ ব্যর্থ প্রমাণিত হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এ,টি,এম আবুল মনছুর মজনু, উপজেলা নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন,উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা,পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলামসহ অনেকেই।
উল্লেখ্য যে,১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের নির্যাতনের পর হত্যা করে। চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে থাকায় স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়। পরিকল্পিতভাবে ১৪ ডিসেম্বরে সবচেয়ে বেশীসংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর