শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

কুমারখালীতে লোটাস হাসপাতালের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক / ১৯৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ২:০৮ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে অসহায় বাক, দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, সাবান ও শ্যাম্পু বিতরন করা হয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১ লোটাস চক্ষু হাসপাতালে সহযোগিতায় কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের প্রধান কার্যালয় খয়েরচারাতে ২০ জন শারীরিকভাবে অক্ষম মানুষের মাঝে ঈদের এসব সামগ্রী তুলে দেন লোটাস চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ কুমার বিশ্বাস।

এ সময় তিনি বলেন,প্রতিবন্ধীরা আমাদেরই ভাই ,আমাদেরই বোন, আত্মীয় কিংবা প্রতিবেশী।ঈদের মত এমন আনন্দের দিন তারাও যেন সমাজের আর দশ জনের মতই উপভোগ করতে পারে সে কারণেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।

প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি এমনিভাবে একটু করে এগিয়ে আসি তাহলে প্রতিবন্ধীদের জীবনকে আরো সহজ ও সুন্দর করে তুলতে পারি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস, মানবকন্ঠের পলাশ কুমার ঘোষ, প্রতিদিনের সংবাদের বিজয় কুমার বিশ্বাস , সমাজকর্মী সুজন কুমার ঘোষ, সমীর কুমার বিশ্বাস সহ প্রতিবন্ধী সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর