একটি অসাধু চক্র রেড ক্রিসেন্টের নাম ভাঙিয়ে কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকজন মানুষের কাছ থেকে প্রতারণা করে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার পর থেকে উপজেলার চাদপুর,নন্দলালপুর,চাপড়া সহ মামুন নামে এক ব্যক্তি মুঠোফোনে কল করেন। এ সময় তিনি নিজেকে রেড ক্রিসেন্টের কুষ্টিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে বলেন, রেড ক্রিসেন্টের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে ১০ জন গরিব মানুষকে সাহায্য করা হবে। এতে প্রতিজন গরিব মানুষ ৩০ কেজি চাল, ৫ কেজি তেল, নগদ ৪ হাজার টাকা এবং ১টি করে কম্বল পাবেন। এজন্য আপনাদের বিকাশের মাধ্যমে ১৫ হাজার করে টাকা পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বিকাশ করার জন্য প্রত্যেক সদস্যের কাছে মুঠোফোন নম্বরও দেয়া হয়।
এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে সকলে জানতে পারেন তারা সবাই প্রতারকের খপ্পরে পড়েছেন। কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভুট্টো বলেন, প্রতারকরা আমার কাছেও টাকা চেয়েছিল। কিন্তু আমি দেইনি। তবে আমার অধিকাংশ সহকর্মী প্রতারকের খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন।