শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

কুমারখালীতে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত!

মো. মমিন ইসলাম, কুষ্টিয়া / ১০৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৫:১৫ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযুদ্ধ মঞ্চের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুমারখালী-খোকসা আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের প্রধান কার্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ কুমারখালী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা শেষে, কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র,হারুনর রশীদ হারুন,সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমারখালী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, মিনহাজুল আবেদীন দ্বীপ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ফরহাদ ইমরান,উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো.জীবন শেখ সাধারণ সম্পাদক মো.হাসিম হোসাইনসহ কুমারখালী উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের মুক্তিযুদ্ধ মঞ্চের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মঞ্চ’র সাফল্য কামনা করে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর রশিদ হারুন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর