শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন

কুমারখালীতে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

এনামুল হক ইমন / ১৩৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২ আগস্ট, ২০২১, ৪:১২ অপরাহ্ন

 কুষ্টিয়ার কুমারখালীতে মালবাহী ট্রাকের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে বিলে। সোমবার বিকেল চারটার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর করাতকান্দি বিল এলাকায় এই ঘটনা ঘটেছে। চালক ও হেল্পারসহ ট্রাকটি উল্টে বিলে পড়লেও কোন হতাহতির খবর পাওয়া যায়নি।

মালবাহী ট্রাকের চালক আমিরুল ইসলাম বলেন, কুষ্টিয়া ইবি থানা এলাকাধীন শেখপাড়া বাজার থেকে মরিচ ও বেগুন বোঝায় করে ঢাকা উদ্দেশ্য যাচ্ছিলাম। এসময় কুমারখালী করাতকান্দি বিল এলাকায় হঠাৎ ট্রাকের সামনের ডান পাশের চাকা বাস্ট হয়। আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও ছেঁচড়ে ছেঁচড়ে সড়কের নিচে বিলের মধ্যে উল্টে পড়ে যায়।

তিনি আরো বলেন, ট্রাকের একটু ক্ষতি হলেও আমি ও হেল্পার আশিকের কোন ক্ষতি হয়নি। জানা গেছে চালক আমিরুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার গাবলা গ্রামের মেজবার মোল্লার ছেলে এবং হেল্পার আশিক একই গ্রামের মৃত সালমানের ছেলে। সম্পর্কে তারা চাচা – ভাতিজা। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, মালবাহী ট্রাকের সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে বিলে পড়েছে। কোন হতাহতি হয়নি।ট্রাক ও মালামাল উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর