কুষ্টিয়ার কুমারখালীতে মাদ্রাসার জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। সেসময় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁপড়া ইউনিয়নে জয়নাবাদ মৌজায় ইসলাম শেখে ও হারান প্রাঃ এর থেকে ক্রয় করা ২৪ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হয় জয়নাবাদ চরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা।
মাদ্রাসার প্রতিষ্ঠার পর নদির পানিতে জমির অনেক অংশ তলিয়ে যায় নদীগর্ভে । তবে বর্তমানে বালু ভরাট করে ব্যবহার উপযোগী করে মাদ্রাসা কমিটি।এমন অবস্থায় জয়নাবাদের স্থানীয় যুবসমাজ মাদ্রাসা কমিটির সাথে কথা বলে ওই মাঠে প্রায় ২লক্ষ টাকা ব্যায় করে মাটি ফেলে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার মাঠে রুপান্তিত করে।
এলাকাবাসী বলছে এমন অবস্থায় হঠাৎ গ্রামের কিছু ছেলে সেই মাঠে খেলতে গেলে পূর্বপরিকল্পিতভাবে ২ শে এপ্রিল বেলা আনুমানিক ১২ ঘটিকার সময় একই গ্রামের বাবুলের ছেলে শাহাবুল, আজমের ছেলে আলমিন, জলিল মন্ডলের ছেলে গফফারের নেতৃত্বে হামুর দুই ছেলে হারুন, সামিন, একই এলাকার সাদ্দামের ছেলে সবুজ, আসলামের ছেলে জয়, কেরামতের ছেলে লিয়াকত সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং মাদ্রাসার মাঠ থেকে বেশ কয়েকজনকে আহত করে বের করে দেয়।এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।হামলায় আহত হয় শরিফুলের ছেলে রুপম, আজমের ছেলে রুমন, আতর আলীর ছেলে আরাফাত, রফিকুলের ছেলে বাঁধনসহ বেশ কয়েকজন। পরবর্তীতে সবাইকে হাসপাতালে নেওয়া হয়।
এমন ঘটনায় এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য বরাবর এর প্রতিকার চেয়ে আবেদনও করেছেন।
এবিষয়ে মাদ্রাসা কমিটির সভাপতি আলী আজম ও সাধারন সম্পাদ রিপন মন্ডলের সাথে কথা হলে জানান,এটি আমাদের মাদ্রাসার কেনা সম্পদ। বন্যায় পানিতে তলিয়ে যায়, এখন আমরা বালি ভরাট করেছি এবং এলাকাবাসী ও যুবসমাজ মিলে মাটি ফেলেছে। অথচ শাহাবুল আলামিন গফফাররা মিলে রবিবার যা করেছে তা চরম অন্যায়। আমরা কুমারখালী থানাতে এবং স্থানীয় সংসদ সদস্য মহাদয়কে জানিয়েছি। আশাকরি তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখে এই সমস্যাটি সমাধান করবেন।
স্থানীয় সংরক্ষিত আসলেন মহিলা ইউপি সদস্য মাজেদা বেগম বলেন, এই চক্রটি এলাকার জন্য ক্ষতিকর । এরা আসলেই কোন দলের না । এরা বিশৃঙ্খলাবাদী। এরা আমাকেও এর আগে হত্যায় হুমকী দিয়েছে । আমরা এর সঠিক বিচার চাই।
কুমারখালী থানার ওসি মোহসিন হোসেন জানান,
চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকায় জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে একটা মামলা হয়েছে। তবে এটা মাদ্রাসার জমির বিষয় কি না এই মুহূর্তে বলতে পারবো না আমি এখন একটু বাইরে আছি। দেখে বলতে পারবো।