বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

কুমারখালীতে মাদক বিরোধী আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত! 

কাজী সাইফুল (কুমারখালী) / ৯২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১২:৩৭ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে মাদক বিরোধী আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালী দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের আয়েজনে এ আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক বেলাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, এলঙ্গীপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল্লাহ, সাংবাদিক হাবীব চৌহান, সাংবাদিক কে এম আর শাহীন প্রমুখ।

এর আগে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে “মাদকের অপব্যবহার রোধে পরিবারের ভূমিকাই মুখ্য” প্রতিপাদ্যের আলোকে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে প্রতিযোগী দলসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

মাদক বিরোধী আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক বেলাল হোসেন বলেন, মাদকের অপব্যবহার রোধে মাদক কারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারীদের বিষয়ে শিক্ষক শিক্ষার্থীসহ সমাজের সকলের কাছে তথ্য আহবান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর