কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক মেম্বার মিরাজ শেখ ও বর্তমান মেম্বার হানিফ মেম্বারের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) জুম্মার নামাজ শেষে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতেরা হলেন, মো.সামাদ শেখ (২৮) ইউনুস শেখ (৩০) বাদশা ইসলাম (২২) আলাউদ্দিন শেখ (৩৭) মো.বাবু (৪৫)
স্থানীয়রা জানান, দৃঘ্যদিন ধরে কল্যাণপুর জামে মসজিদের কমিটি নিয়ে দুই মেম্বারের কোন্দল চলে আসছিলো। জুম্মার নামাজ শেষে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ এসে উত্তেজিত পরিবেশ শান্তশিষ্ট করে।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আকিবুল ইসলাম বলেন, এখনও কাওকে আটক করা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ শান্তশিষ্ট আছে।