সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

কুমারখালীতে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক / ১১৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৮:২৮ পূর্বাহ্ন

 কুষ্টিয়ার কুমারখালীতে বিজয় টিভির দশম বছর পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমারখালী স্টেশন বাজার সড়কে শোভাযাত্রা শেষে থানা মোড় সংলগ্ন গড়াই কমপ্লেক্সের ৩য় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন।

বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, থানার ওসি কামরুজ্জামান তালুকদার।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি হারুনর-অর-রশীদ, পৌর কাউন্সিলর এস এম রফিক,রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী মাসুদ রানা,পরিবেশবীদ গৌতম কুমার রায়, গড়াই কৃষ্টি সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হোসেন মানু,ফ্যামিলি কেয়ার হাসপাতালের পরিচালক প্রসেনজিৎ কুমার বিশ্বাস,রমেশ দধি ভান্ডারের স্বত্বাধিকারী সুধাংশু কুমার ঘোষ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সাংবাদিক মনোয়ার হোসেন,সাংবাদিক মিজানুর রহমান নয়ন,সাংবাদিক মোশাররফ হোসেন,সাংবাদিক মাহমুদুল হাসান, সাংবাদিক পুলক কুমার সরকার, সাংবাদিক মোমিন হোসেন ডালিমসহ অনেকেই।

পরে বিজয় টিভির ৯ম বছর শেষে ১০ম বছরে পদার্পণ উপলক্ষে কেককাটা হয়। এসময় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর