কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর এবং হাশিমপুর গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে ২ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
দয়ারামপুর গ্রামের ঘটনায় কনের মা ছাড়া বাকিরা পালিয়ে যায়। কনের মা’কে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না এই মর্মে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়।
হাশিমপুরে ঘটনায় মেয়ের বাবা মাকে একই আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ের বাড়ি থেকে জব্দকৃত রান্না মাংস এতিমখানায় এতিমদের খাওয়ার জন্য দিয়ে দেয়া হয়। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না এই মর্মে মুচলেকা নিয়ে মেয়েকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। উপজেলা সমাজসেবা অফিসার ও কুমারখালী থানা পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।
বাল্যবিবাহ প্রতিরোধে আইনানুসারে কঠোর শাস্তি দেয়া হবে। আজকের ঘটনায় মেয়ের বাবা মায়ের বয়স ও অসুস্থতা বিবেচনা করে জেল দেয়া হয় নাই। তবে ভবিষ্যতে বাল্যবিবাহ বন্ধে আরো কঠোর শাস্তি দেয়া হবে। বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা আছে।