বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

কুমারখালীতে প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেল আম বাগানে!

নিজস্ব প্রতিবেদক / ২৫৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ১:৫৮ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে একটি আম বাগান থেকে সৌদি প্রবাসী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১২ (ফেব্রুয়ারী) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনী পাড়া এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ স্বণ্যলংকার ও টাকা পয়সার জের ধরেই হত্যা করা হয়েছে।

নিহত যুবক উপজেলা যদুবয়রা ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে সৌদি প্রবাসী হযরত (২৮) নিহতের পরিবারের অভিযোগ মাসে খানেক আগে তাদের পুত্রবধু সৌদী থেকে স্বণ্যলংকার ও টাকা পয়সা নিয়ে দেশে চলে আসে হযরত`কে না জানিয়ে। পরে হযরত দেশে এসে তার স্ত্রীকে বিভিন্ন যাইগা খোঁজা খুজি করে সন্ধান পান। গত পরশুদিন রাতে হযরতের শ্বশুর বাড়ি থেকে ফোন কলে হুমকি দেওয়া হয় হজরতের বাবাকে। হুমকি দেওয়া দেওয়ার একদিন পরেই আজ সকালে আম বাগান থেকে হযরত নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা আব্দুল হান্নান বলেন, আমার ছেলে হযরত আত্নহত্যা করার মতো ছেলে না। ছেলে ঠিক মতো বাড়িতে টাকা পাঠায় না। যা জমিয়েছিলো তা নিয়ে পুত্রবধূ সৌদি থেকে পালিয়ে দেশে চলে আসেন। স্বণ্যলংকার ও টাকা পয়সা জের ধরেই তার ছেলেকে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন তিনি এঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত ওসি ওসি মো.আকিবুল ইসলাম জানান,আম বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর