শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

কুমারখালীতে প্রথম দিনের মত শেষ হলো এসএসসি পরীক্ষা 

এনামুল হক ইমন, কুমারখালী / ১৭৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৮:৩০ পূর্বাহ্ন

 

কুষ্টিয়ার কুমারখালীতে স্বাস্থ্য বিধি মেনে ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো এসএসসির প্রথম দিনের পরীক্ষা। অবশেষে দেশজুড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ রোববার শুরু হয়েছে। করোনার কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে এবং প্রতি বিভাগে তিন বিষয়ে (নৈর্ব্যক্তিক) পরীক্ষা নেওয়া হবে। প্রথম দিন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা নেয়া হয়েছে। আগামীকাল সোমবার সকালে মানবিকের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকেলে ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা। এ পরীক্ষা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

কুমারখালীতে ২ টি ভ্যানুসহ সহ মোট ১২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় মোট ৩৯৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর