কুষ্টিয়ার কুমারখালীর কালি নদী থেকে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে চাপড়া ইউনিয়নের কালি নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এলাকাবাসী।
নিহত বৃদ্ধ উপজেলার চাপড়া ইউনিয়নের পার সাঁওতা গ্রামের আবদুল খালেক শাহ (৬২)।
পরিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলে আবদুল খালেক। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় নি। মঙ্গলবার সকালের দিকে বাঁধ বাজার কালী নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তার পরিবারের লোকজন গিয়ে তার লাশ সনাক্ত করেন। আব্দুল খালেক মৃগী রোগী ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, পরিবারের ও এলাকাবাসীর ভাষ্য মতে নিহত বৃদ্ধ মৃগী রোগী ছিলেন। যেকারণে দাফনের অনুমতি দেয়া হয়েছে।