শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

কুমারখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোশারফ হোসেন,কুমারখালী / ২৩৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ১০:২১ পূর্বাহ্ন

 

কুমারখালী চাপড়া ইউনিয়নের কারিকর পাড়ায় পানিতে ডুবে মাছুরা (৩)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল অনুমান ১০ টার দিকে উপজেলার সাওতা কারিকর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মাছুরা ওই এলাকার মোঃ মানিক হোসেনের মেয়ে।

জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মাছুরা বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মাছুরা কে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর