দেশের জনপ্রিয় প্রিন্ট ও অনলাইন পত্রিকা দৈনিক আমার সংবাদের ১০ বছর পূর্তি ও ১১ বছরে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দৈনিক আমার সংবাদের কুমারখালী প্রতিনিধি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্ট এর সম্পাদক ও প্রকাশক হাসেম রেজা। প্রধান অতিথির বক্তব্যে হাসিম রেজা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, সততার সাথে কাজ করতে হবে। ব্যাক্তিগত স্বার্থ উদ্ধারের আশায় হলুদ সাংবাদিকতা করা যাবেনা।
দৈনিক আমার সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলের সার্বিক পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের কুমারখালী প্রতিনিধি সোহাগ মাহমুদ খান,দৈনিক আমার সংবাদের খোকসা উপজেলা প্রতিনিধি এস মিলন, মিরপুর উপজেলা সংবাদদাতা মোঃ শরিফুল ইসলাম, ঢাকা পোস্টের রাজু আহমেদ, কুষ্টিয়ার সময়ের মো.মোমিন ইসলাম,দা ডেইলি পোস্টের মিরপুর সংবাদদাতা আরিয়ান সাকিব, দৈনিক মানব কণ্ঠের কুষ্টিয়া জেলা প্রতিনিধ মোঃ আব্দুল কুদ্দুসসহ প্রমূখ।