কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতবাড়ি। এ ঘটনায় প্রায় সাড়ে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।
আজ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুরিয়া গ্রামের মোঃ গোলাম আলীর ছেলে শাহিন শেখের বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। তবে, এ ঘটনার সময় ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে ।অগ্নিকান্ডে ভস্মীভূত বাড়িটির মালিক মো.শাহিন শেখ কৃষি কাজ করেন করেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে শাহিন শেখের বাড়িতে আগুন লাগে। এসময় ফায়ার সার্ভিসে ফোন করা হলে তাঁরা ও ঘটনাস্থলে আসেন। গ্রামের লোকজনের দেড় ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
শাহিন শেখ জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমার ধারনা। আগুনে আমার একটি ঘর ও বারান্দা পুড়ে ছাই হয়েছে। এছাড়া, ফ্রিজ, খাট, গ্যাসের চুলা, সেলাই মেশিন ও নগদ টাকাসহ অন্যন্য আসবাব পত্র ভস্মীভূত হয়েছে৷ এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের অফিসার বক্তিয়ার উদ্দিন বলেন, দেড় ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।