কুষ্টিয়ার কুমারখালীতে বুকে বেথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে মো.আবিদুল (৪১) নামে এক ইজিবাইক চালকের মৃত্যুর দু-ঘন্টার ব্যবধানে তার বাবা কাবিল হোসেনের (৬৫) মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) উপজেলার চাপড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার জানান, মো.আবিদুল কিছুদিন ধরে বুকের বেথা নিয়ে অসুস্থ ছিলেন আজ সকালে হঠাৎ বুকে বেথা উঠলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এখবর পাওয়ার দু-ঘন্টার ব্যবধানে আবিদুলের বাবা কাবিল অসুস্থ হয়ে পড়লে স্টক করে তিনিও মারা যান। একই পরিবারের দুজনের করুন এই মৃত্যুতে ওই এলাকায় নিহতের স্বজনদের আহাজারিতে শোকের মাতম হয়ে পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, শুনেছি সন্তানের মৃত্যুর পরে তার বাবা ও স্টক করে মারা যান।