কুষ্টিয়ার কুমারখালীতে শারদীয় দুর্গোৎসব পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার প্রস্তুতি সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জানান,
কুমারখালীতে এ বছর ৫৯টি পূজা মণ্ডপে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজ নিজ মণ্ডপে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে পূজা অনুষ্ঠান উদযাপনের কথা উল্লেখ করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তামান্না তাসনীম, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.মো.আকুল উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।