কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বৃহস্পতিবার (০২ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কুমারখালীর গাজী তেলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার শিলাইদহ ইউনিয়নের কশবা গ্রামের হামিদের ছেলে মো.সাঈদ হোসেন (২৫) একই ইউনিয়নের যায়েদপুর গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে টিপু সলতান (২৫) ও কুষ্টিয়া সদরের হরিপুর ইউনিয়নের আজাদ ইসলামের ছেলে সাব্বির আহমেদ (২৩)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাই, দ্রুত গতিতে মোটরসাইকেল আরহী ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমারখালী ফায়ার সার্ভিসের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আকিবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।