কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব ও সবুজ নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু খবর পাওয়া গেছে।
রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার বারাদী উত্তরপাড়া এলাকার মৃত মুক্তারের ছেলে বিপ্লব (৪২) ও পূর্ব মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে সবুজ (২১)
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,বিপ্লব মোটরসাইকেল যোগে ভাড়রার দিকে যাচ্ছিলো এবং সবুজ কুষ্টিয়ার দিকে আসছিলো।চাপড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। এছাড়াও সবুজের অবস্থা আশংকাজনক হওয়ায় সদর হাসপাতাল থেকে রাজশাহী নেওয়ার পথে তার ও মৃত্যু হয়।