কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন থেকে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পান্টি ফাঁড়ি পুলিশ। শুক্রবার বিকেল ৩ টার দিকে ভালুকা গ্রামের বেলতলা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী কুষ্টিয়া ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের শচীন দাসের ছেলে কৃষ্ণ দাস(৩৬)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা গ্রামের বেলতলা থেকে পান্টি ফাঁড়ির ইনচার্জ সাখায়েতুল ও এএসআই তরিকুল মাদকসহ কৃষ্ণ দাস নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার নিকট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান জানান, পান্টি ফাঁড়ি ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকসহ একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।