কুমারখালীর থানার পাশেই স্টেশন বাজারে তালা ভেঙে দোকানে দুর্ধর্ষ চুরি।
মঙ্গলবার (৮ জুন) ভোর রাতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। থানা মোড় হতে ১০০ গজ পাশে মেসার্স আলিফ ট্রেডাস, এস.কে এন্টারপ্রাইজ, রহমত ষ্টোর, সাইমা ষ্টোর, আজিজের ডিমের দোকান থেকে সোমবার (৭ জুন) ভোর রাতে এই চুরির ঘটনা ঘটে।
ব্যবসায়ী শাজাহান জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়। পরের দিন মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় এসে দেখি দোকানের সামনের সাটারের তালা ভেঙে দোকানের ভেতরে ডিসপ্লে সেলফগুলো তছনছ করা হয়েছে। ক্যাশ বাক্স ভেঙে ফেলা হয়েছে। এই সময় সাইমা ষ্টোর থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা নগদ ও মুদিখানার মালামাল চুরিসহ রহমত ষ্টোর থেকে ৫৫ হাজার টাকা নগদ অর্, এস,কে এন্টারপ্রাইজ থেকে ৫০ হাজার টাকা সিগারেট, আজিজের দোকান থেকে নগদ ৫ হাজার টাকা এবং আলিফ ট্রেডাস থেকে প্রায় ১ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। দোকানদাররা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাজার ব্যবসায়ীদের জানিয়েছেন।
দোকানে ভিতরে থাকা সিসি টিভি ফুটেজ থেকে দেখা যায়। দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ দোকানের মালামাল চুরি করছে চোরের একটি দল।
এ ব্যাপারে কুমারখালী থানায় অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার বলেন, স্টেশন বাজারের কিছু দোকানে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্ত করার কাজ চলছে।