কুষ্টিয়ার কুমারখালীতে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে বসতবাড়ির উপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রবিবার (২৩ এপ্রিল) উপজেলার নন্দলালপুর ইউনিয়নের হয়তাপাড়া গ্রামের মৃত সদর উদ্দিন মালিথার ছেলে শহিদুল ইসলাম মালিথার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই একই এলাকার আত্তাফ মালিতার ছেলে টিপু ও রিস্তাক এর নেতৃত্বে শহিদুল ইসলামের বাসতবাড়ির জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল।বিভিন্ন সময়ে নানা কৌশল অবলম্বন করলেও তা দখল করতে পারে নাই।এরই ধারাবাহিকতায় গত রবিবার সকাল আনুমানিক আটটার দিকে টিপু ও রিস্ততাকের নেতৃত্বে একই এলাকার সুখ চাঁদের ছেলে ফয়জুল মালিথা, পেলন মালিথার ছেলে আলীজান ও আলম স্থানীয় কালাম, সালাম সহ ২০-২৫ জন দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় বসতবাড়ির মূলগেট, রান্নাঘর ভেঙে ফেলে।
সে সময় ফলজ গাছও কর্তন করে জমি দখল করে এবং টিন দিয়ে পার্টিশন দিয়ে দেয়।এ সময় শহীদুল ও শহিদুলের স্ত্রী সালেহা বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে শহীদুল্লাহর স্ত্রী সালেহা বলেন, টিপু ও রিস্তাকের নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালাই ওরা। সে সময় বাড়িঘর ভাঙচুর করে জমি দখল করে নেয় আমরা বাধা দিতে গেলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় বসবাস করছি।
নাম প্রকাশ অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানায়, রবিবার সকালে হঠাৎ করেই তারা পূর্ব পরিকল্পিতভাবে শহীদুল্লাহর বাড়িতে হামলা চালাই, ভাঙচুর করে এবং জমি দখল করে নেয়।একটি স্বাধীন রাষ্ট্রে এমন হওয়া কখনোই উচিত না।
সে সময় তারা এর সঠিক বিচারও দাবি করেন
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাসিন হোসেন জানান, বিষয় টা আমি শুনেছি এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।