সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

কুমারখালীতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোশারফ হোসেন, কুমারখালী / ১০০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ৮:৩৬ পূর্বাহ্ন

র্যালি ও শোভাযাত্রা

র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী কুমারখালীতে পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু চত্বরে সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক জীবন হাসান সোহেল।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নব কুমার দও যুগ্ম সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, আসাদুর রহমান আশা, দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, জাকারিয়া খান জেমস, সাবেক সহ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, ওয়াসিম আকরাম যুগ্ম সম্পাদক উপজেলা ছাত্রলীগ, সোহাগ হোসেন সাংগঠনিক সম্পাদক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নেতারা এই সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠনটির পথচলা শুরু হয়। সেই থেকে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানসহ দিকনির্দেশনা দিয়ে আসছে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর