মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে ১৭ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল এবং ৩৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও ৬৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বিকরণীতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া স্থানীয় সরকারের উপ পরিচালক মৃণাল কান্তি দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।