সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

কুমারখালীতে ওএমএসের চাল কিনতে ভীড়  

এনামুল হক ইমন, কুমারখালী (কুষ্টিয়া) / ২০১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৮:১৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারী খাদ্য সহায়তা প্রকল্পের আওতায়  ওএমএস এর চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। গতকাল থেকে তিনজন ডিলারের মাধ্যমে পৌরসভার মধ্যে  এই বিক্রয় কার্যক্রম আরম্ভ হয়েছে।

সোমবার তিনটি বিক্রয় কেন্দ্র ঘুরে দেখা যায় কোন নিয়মের তোয়াক্কা না করে ক্রেতাদের উপচে পরা ভীড়। কেউ মানছেনা স্বাস্থ্যবিধি।

কুমারখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমান জানান, কুমারখালী পৌরসভার জন্য ৪ টি ডিলারের মাধ্যমে রেল স্টেশন চত্বর, কলেজ মোড়, চাউল বাজার এবং বাসস্ট্যান্ড এলাকায় ৬ টন চাল ও ৪ টন আটা ভোক্তাদের মাঝে চাল ৩০ টাকা কেজি ও আটা ১৮ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

একজন ব্যক্তি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। তিনি আরো বলেন স্বাস্থ্য বিধি মেনে বিক্রি করার নির্দেশ দেয়া হলেও কেউই মানছেনা স্বাস্থ্যবিধি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর