সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

কুমারখালীতে ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক / ১০৮২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ৪:৪৮ পূর্বাহ্ন

 

সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। সোমবার দিবাগত রাত পৌনে ১২টায় পাংশা উপজেলার কলেজ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে।

নিহতরা হলেন-ইসমাইল শেখ (৩৫), তাঁর মেয়ে শিখা খাতুন (১৫), তাঁর ছেলে আব্দুল মালেক (৫)। তাঁরা কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চর মাহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন-নাজমা বেগম (৩০), আশরাফুল ইসলাম (৩৭)।

মাহেন্দ্রে থাকা যাত্রী নাজমা ও আশরাফ শেখ জানান, তাঁরা ঢাকা থেকে ঈদ করতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে একটি মাহেন্দ্র ভাড়া করে কুমারখালি যাচ্ছিলেন। ক্লান্ত থাকায় ঘুমে ছিলাম। হঠাৎ দেখি নিচে পড়ে রয়েছি। কিন্তু বাস না ট্রাকের সঙ্গে ধাক্কাটা লাগল সেটা জানি না।

পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন ফায়ার ফাইটার শরিফুল শেখ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে থাকা আহত দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানায়, রাত পৌনে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত এক গাড়ির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হয়। নিহতরা মাহেন্দ্রর যাত্রী। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ঘাতক গাড়িটিকে আটকের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর