শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

কুমারখালীতে আমার অধিকার ফাউন্ডেশনের নেতৃত্বে সেলিম, রউফ! 

অনলাইন ডেক্স / ১০৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন

আমি তুমি সচেতন হয়ই, নিজের অধিকার বুঝে নেয়, এই স্লোগানকে সামনে রেখে তিন বছর পর নতুন কমিটির অনুমোদন দিয়েছে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদা ইউনিয়নের আমার অধিকার ফাউন্ডেশন।

বুধবার বিকেলে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি মো: সেলিম শেখ ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ এছাড়াও সহ সভাপতি করা হয়েছে চ্যানেল এস এর ক্যামেরাপার্সন সাব্বির আহমদ কে।

আমার অধিকার ফাউন্ডেশন প্রায় চার বছর ধরে সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে। বয়স্ক ভাতার কার্ড, বিধবার কার্ড, প্রতিবন্ধীর কার্ড সহ বিভিন্ন প্রকার সাহায্য দিয়ে আসছে এই সংগঠনটি। নিজের অধিকার নিজে পাওয়ার প্রত্যয় নিয়ে এই ফান্ডেশন কাজ করে থাকে।

এ বিষয়ে আমার অধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, এই কমিটি আগে অনেক ধরনের উন্নয়ন মূলক কাজ করেছে আগামীতেও করবে। কমিটি আগে যেমন গোপনে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগীতা করে আসছে এখন ও করবে। জনসচেতনতা সৃষ্টির লক্ষে এখন প্রকাশ্যে কাজ করবে এই কমিটি বা আমার অধিকার ফান্ডেশন কাজ করবে।

আমার অধিকার ফান্ডেশনের সভাপতি সেলিম শেখ বলেন, এই ফান্ডেশন সাধারণ মানুষের ফান্ডেশন, সুবিধা বঞ্চীত ব্যক্তিদের এই ফান্ডেশন এটি সম্পন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই ফান্ডেশনের সুবিধা নিতে কোনো প্রকার অর্থ প্রয়োজন হয় না। আমরা এই ফান্ডেশনকে আপনাদের দোয়ায় অনেক দূর নিয়ে যাবো।

এই কমিটিতে আরো আছেন যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক রবিন শেখ, দপ্তর সম্পাদক, নান্টু শেখ, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মো: অনিক হোসেন,নির্বাহী সদস্য কাওসার হোসেন ও ইমরান খান, সাধারণ সদস্য সাব্বির হোসেন ও মাসুদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর