কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অসহায় দুস্থ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দিনভর শিলাইদহ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আলিম হোসেনের অর্থায়নে ইউনিয়নের কসবা, দ্বাড়িগ্রাম ও কোমরকান্দী গ্রামে লকডাউনে কর্মহীন,দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিলাইদহ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো:আরাফাত হোসেন, যুগ্নআহবায়ক আবু সাইদ আকাশ, আহবায়ক কমিটির সদস্য মো:নয়ন হোসেন, আফ্রীদি মাহমুদ শিলন, মো:আলামিন হোসেন, মোঃ সাইদুর রহমান খোকন, আব্দুল কাদের জীলানি সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবারের সব সময় পাশে থাকবে এমন আশ্বাস দেন শিলাইদহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত করোনা সংক্রমনের শুরু থেকেই শিলাইদহ ছাত্রলীগের উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সতর্কতামূলক লিফলেটসহ ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।