‘‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতিবছরের মত এবার ও ফকির লালন শাহের দোল উৎসব উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ায় লালন সাঁইজির আখড়া বাড়িতে ভিড় করতে শুরু করেছে লালন দর্শন অনুসারী ও ভক্তবৃন্দরা।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন কুষ্টিয়ার সহযোগীতায় লালন একাডেমির আয়োজনে আগামী ৪, ৫, ৬ মার্চ এই তিনদিন ব্যাপি চলবে লালন স্মরণোৎসব ২০২৩।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে আগামীকাল তিনদিন ব্যাপি এই লালন মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ (এমপি)
উল্লেখ্য, প্রতিবছর দোলপূর্ণিমা অনুযায়ী লালন স্মরণোৎসব হওয়ার কথা থাকলেও আগামী ৬ই মার্চ রাতে পবিত্র শবেবরাত হওয়ায় ৪,৫,৬ মার্চ লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।