বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

কাঁঠাল গাছে ঝুলছিল নারীর মরদেহ!

কুষ্টিয়ার সময় অনলাইন ডেস্ক / ২৬৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ২:৪৩ অপরাহ্ন

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কাঁঠাল গাছ থেকে আম্বিয়া বেগম (৬২) নামের ষাটোর্ধ্ব এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার জাড়িয়া পশ্চিমপাড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আম্বিয়া বেগম ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার আ. লতিফ মোড়লের স্ত্রী।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, বৃহস্পতিবার সকালে জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার এক বাগানে কাঁঠাল গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত রিপোর্ট আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর