রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

কবিতা : মৃত্যুতে শেষ হয়না সব

ড. অখিল পোদ্দার / ৭৭৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৬:৪৯ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ছবি : সংগৃহীত)

মৃত্যুতেই হয় না শেষ অবিনশ্বরতা
বরং মৃত্যু এনে দেয় রক্তের পাঁপড়িতে
নীলগোলাপের লোবানীয় ঘ্রাণ-
যার দেহে আছে লোহিতকণা
এবং
রক্তের ভেতরে মানুষ-মানবাত্মা
এ মৃতদেহ যাঁর কাছে পূজনীয়;

মৃত্যুতে শেষ হয় না অবিনশ্বরতা
বরং তাঁর মৃত্যু শুধুই চিরঞ্জিব
এবং
তিনিই ছিলেন বাংলাদেশ
সাড়ে সাত কোটি মানুষের
ধমনি রক্ত এবং হৃদপিণ্ড;

মৃত্যুতে শেষ হয়না অবিনশ্বরতা
মৃত্যু মৃত্যু খেলায় শেষ হয় শুধু রক্ত
ধমনীজন্মের পর রক্ত থেকে শতেক ধমনীতে
অবিনশ্বর মানুষের তাই হয় না মৃত্যু;

তবু বলি-
মৃত্যুতে শেষ হয় না মৃত্যুঞ্জয়
অবারিত মৃত্যু শুষে নেয়না বহুতল মানচিত্র
রক্তে গজানো আগুনফুল, ছটফটিয়ে
হকের মতো আয়নাল এবং ঝাঁঝালোসত্য;

মৃত্যুতেই হয় না শেষ অবিনশ্বরতা
পৃথিবীতে যা সত্য এবং করুণ
নাম যাঁর মুজিব কিংবা মানচিত্র
সোঁদা সবুজ ঘাসের পীঠে নিদারুণ লাল
নি:শব্দ মানুষ শুষে নেয় পরিমিত শিশির
ডেকে নেয় স্বাধীনতা, ডাক দেয় মুক্তির
দেশেদশে চেতনার পূত নাম শ্লোগান;

মৃত্যুতে শেষ হয় যদিও রক্ত কাল্ব
অবিনশ্বর আওয়াজ যখন জাগিয়ে তোলে
মৃত্যুর পর জন্ম তাঁকে ডাকে বারংবার
সে মুজিব তোমার-আমার;

…………………………….


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর