কুষ্টিয়ার খোকসার গ্রামে নিজের ঘরে ওয়ায়ফাই লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের নিজের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়, এইসএসসি পরীক্ষার্থী হৃদয় হোসেন (১৮)। সে বনগ্রামের খাইরুল মোল্লার ছেলে। কলিমহর জহুন্নেসা কলেজের কৃষি ডিপ্লোমা শেষ করে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মজিদ জানান, সকাল ৬টার দিকে হৃদয় তার নিজের ঘরে ওয়াইফাই লাইনে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পরে। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।