শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

ঐক্যবদ্ধ থাকলে জামাত-বিএনপির অপশক্তিকে মোকাবেলা করা সম্ভব দৌলতপুরে টোকেন চৌধুরী!

মানজারুল ইসলাম খোকন (দৌলতপুর) / ১৩৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ৫:০০ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐকের ডাক দিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। ১৬ই জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৪ টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিফ নগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঐক্যের ডাক দেন।

এর আগে উপজেলার আল্লার দর্গা পার্টি অফিস থেকে কয়েক হাজার মোটরসাইকেল বহর সহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফিলিফ নগরের জনসভায়স্থলে উপস্থিত হন উপজেলা যুবলীগের সভাপতি টোকেন চৌধুরী। এ সময় ঐ ইউনিয়নের সাবেক ছাত্রলীগের দুই নেতা বাবু ও তালাশ মাহমুদের কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারত শেষে ফিলিপ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের এই সাবেক দুই নেতার হত্যাকারীদের এখন পর্যন্ত বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপজেলা যুবলীগের সভাপতি টোকেন চৌধুরী। তিনি বলেন আগামীতে আমরা ক্ষমতায় আসলে ইনশাল্লাহ আমাদের এই দুই ছাত্রলীগ নেতার হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে।

যুবলীগের এই নেতা তার বক্তব্য আরো বলেন এই ফিলিপ নগর ইউনিয়নে আমাদের বর্তমান সংসদ সদস্য আ :কা : মা : সরওয়ার জাহান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুল আস্কার হাসুর বাড়ি। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আসুন এখন সময় হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত-বিএনপিকে প্রতিহত করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। কারন আমরা ঐক্যবদ্ধ থাকলে এই জামাত-বিএনপির অপশক্তিকে মোকাবেলা করতে আমাদের বেশি সময় লাগবে না।

উল্লেখ্য ফিলিফ নগরের জনসভায় বিভিন্ন এলাকা থেকে আগত উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ফিলীফ নগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর