মাদকের ভয়াবহ বিস্তার দেশের সবাইকেই উদ্বিগ্ন করেছে। এর বিষাক্ত ছোবল অকালে কেড়ে নিচ্ছে অনেক প্রাণ। অনেক সম্ভাবনাময় তরুণ-তরুণী হচ্ছে বিপথগামী।
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসিল্যান্ড আফরোজ শাহীন খসরু রোববার এই আদালত পরিচালনা করেন।
১৮ সেপ্টেম্বর উপজেলার তারাগুনিয়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযানে অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়।
সাজা প্রাপ্তরা হলেন উপজেলার তারাগুনিয়া এলাকার মৃত সোরাব প্রামাণিকের ছেলে হবিবর (৬৫), মৃত আব্দুল বাতেনের ছেলে বকুল হোসেন (৫০), মৃত বিরছাদ মন্ডলের ছেলে মুনতাজ আলী (৪০), তারাগুনিয়া সালিমপুর এলাকার মৃত নজের আলীর ছেলে বাবুল হোসেন (৫৫) ও তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ পাড়া এলাকায় কৌজি মন্ডলের ছেলে কাওছার আলী (২৯)।
মাদকের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।