সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

এসিল্যান্ডের উদ্যোগে বন্দীদশা কাটলো ৮ পরিবারের

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৯৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৭ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গ্রামের অন্তত ৮ টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে তাদের অবরুদ্ধ করার অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহীন খসরু। তার হস্তক্ষেপে আটকে পড়া পরিবারগুলো চলাচলের রাস্তা ফিরে পেয়ে আনন্দের কথা জানিয়েছেন গণমাধ্যমকে।

৮টি পরিবারের দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা আটকে দিয়ে ১ মাসের বেশি সময় ধরে তাদের অবরুদ্ধ করেন তাদেরই এক প্রতিবেশী । গত বুধবার ভূক্তভোগীদের দেয়া অভিযোগ পেয়ে এসিল্যান্ড আফরোজ শাহীন বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট এলাকায় যান। পরে ফের বাড়ি থেকে বেরুনোর রাস্তা পেয়েছে পরিবারগুলো।

স্থানীয়দের অনেকেই মন্তব্য করেন, প্রতিহিংসার জেরে ওই ৮ পরিবারকে অবরুদ্ধ করেছিলো তাদের ওই প্রতিবেশী। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সুরাহা হয়েছে।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু জানান, বুধবার আমাদের কাছে অভিযোগ আসে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গ্রামে ৮ টির মতো পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে তাদের চলাচলের রাস্তা মুক্ত করা হয়েছে।

প্রতিবেশী ইয়াকুব আলীর এমন আচরণের প্রতিকার চেয়ে প্রতিবাদী হন আনোয়ার হোসেন। ইয়াকুব আলী অনেকটা অপ্রয়োজনেই বাঁশ দিয়ে ঘিরেছিলো মানুষ চলাচলের পথ। যাতে করে আটকে দেয়া পথ দিয়ে যুগ ধরে চলাচল করে আসা ৮টি পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছিলো, এমন বর্ননা খোদ এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর