রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

এসএসসিতে যশোর বোর্ডে সেরা দশে খোকসার সিয়াম

ওবাইদুর আকাশ / ২২৫৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ২:৫৬ অপরাহ্ন
নাম্বারপত্র ও শেখ ওয়াজিউর রিফাত সিয়াম

চলতি বছরের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে কুষ্টিয়ার খোকসার শেখ ওয়াজিউর রিফাত সিয়াম। সামগ্রিক মেধা তালিকায় যশোর বোর্ডে নবম হওয়ার গৌরব অর্জন করেছে সিয়াম আর কুষ্টিয়ার তার অবস্থান ২য়।

জানা গেছে, চলতি বছরের ৩১ মে প্রকাশ হয় এসএসসি পরীক্ষা ২০২০ এর ফল। সেখানে সিয়াম সব বিষয়ে এ প্লাস পেয়ে অর্জন করে গোল্ডেন এ প্লাস। পরে বুধবার (২৬ আগস্ট) যশোর বোর্ডের ওয়েবসাইটে সামগ্রিক মেধা তালিকা প্রকাশ করে বোর্ড। সেখানে সিয়াম জায়গা করে নেয় সেরা দশে।

প্রকৌশলী শেখ মো. কামরুল ইসলাম ও গৃহিনী মোছা. সালেহা খাতুন শিউলি দম্পতির সন্তান সিয়াম কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সেরাদের সেরা সিয়াম বরাবরই স্বনামধন্য স্কুলটিতে এক নাম্বার রোল ধরে রেখেছেন। সিয়াম বিজ্ঞান বিভাগের ছাত্র।

তার গ্রামের বাড়ি খোকসার শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামে। এসএসসির মোট ১৩০০ এর নাম্বারের মধ্যে তার অর্জিত নাম্বার ১২৫৩।

বড় হয়ে একজন মানবিক ডাক্তার হতে চায় প্রখর মেধাবী সিয়াম। এর আগে একই বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপণী ও জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সিয়াম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর