কুষ্টিয়ার কুমারখালীতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্টা করে বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বৃহস্পতিবার ফল প্রকাশের পর অকৃতকার্য হবার সংবাদ শুনে সে নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয় বলে জানা গেছে।
আত্মহত্যার চেষ্টাকারী ছাত্রী শিলাইদহ ইউনিয়নের হাসিমপুর মির্জাপুর গ্রামের প্রবাসী একরামুলের মেয়ে ঈশিতা। সে হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
এলাকাবাসী জানান, ঈশিতা যশোর শিক্ষা বোর্ডের অধিনে হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশের পর অকৃতকার্য হবার সংবাদ শুনে বিকেলের দিকে সকলের অগোচরে বসত ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। এসময় বাড়ির লোক টের পেয়ে তাকে উদ্ধার করে সাথে সাথে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঈশিতার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, পরীক্ষায় ফেল করে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।