কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার সীমান্তবর্তী ভাঁড়রা ইউনিয়নের চরভবানীপুর গ্রামে হাতেনাতে কলা চোরকে আটক করেছে এলাকাবাসী। রোববার দুপুরে ইউনুস বিশ্বাসের কলাবাগান থেকে ২০ কাঁদি কলা চুরিরত অবস্থায় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ভাঁড়রা ইউনিয়নের চরভবানীপুর গ্রামের নাদের মন্ডলের ছেলে রফি মন্ডল (৫০)।
ভুক্তভোগী ইউনুস বিশ্বাস জানান, ১৬ বিঘা জমির উপর তার কলা বাগান রয়েছে। বিগত কয়েক মাস যাবত কলা চুরি হচ্ছিল। অনেক চেষ্টা করেও কলাচুরি বন্ধ করা সম্ভব হয়নি। রোববার দুপুর ১২ টার দিকে কলা বাগান দেখতে গিয়ে রফি মন্ডলকে কলা কাটতে দেখে তিনি পার্শ্ববর্তী লোকজনকে সাথে নিয়ে কলা কাটা অবস্থায় তাকে হাতেনাতে ধরেন। এসময় তার নিকট থেকে ২০ কাঁদি কলা উদ্ধার করা হয়।
অন্যান্য কলা বাগান মালিক মতিন, শহীদ বিশ্বাস, মাজেদ বিশ্বাস এর সাথে কথা বললে তারা জানান, আমাদের চরভবানীপুরের চর অঞ্চলে প্রায় তিন হাজার বিঘা জমিতে কলার আবাদ হয়। বেশ কয়েক মাস ধরেই তাদের কলা বাগান থেকে কলা চুরি হচ্ছিল। কোন ভাবেই চোরকে ধরা সম্ভব হচ্ছিলো না। তারা আরো জানান রফি মন্ডলের বিরুদ্ধে ছাগল চুরি সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনা ঘটেছে পাবনার থানার এলাকার মধ্যে। দুই থানার সীমান্তবর্তী এলাকা হবার কারনে আহত অবস্থায় রফি মন্ডল নামের একজনকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। অভিযোগ পেলে তাকে পাবনা থানায় সোপর্দ করা হবে।