বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

এফবিসিসিআইয়ের সদস্য হ‌লেন কু‌ষ্টিয়ার শামসুল ওয়াসে

কু‌ষ্টিয়ার সময় প্রতি‌বেদক / ৯৮৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ৮:১৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খ্যাতিমান ও ব্যবসাসফল ব্যক্তিত্ব শামসুল ওয়াসে এবার দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। শামসুল ওয়াসে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন তুখোড় ও বিশিষ্ট ব্যবসাসফল ব্যক্তি হিসেবে পরিচিত।

শামসুল ওয়াসে নব্বইয়ের দশকে কুষ্টিয়ায় সুপ্রতিষ্ঠিত সনো হসপিটাল লিঃ, সনো ডায়াগনষ্টিক সেন্টার লিঃ এবং জেনাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া শামসুল ওয়াসে একাধারে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি নাসিব, কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি ও কুষ্টিয়া নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তৎকালীন স্বৈরাচার (১৯৮২- ১৯৯০) বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক।

কুষ্টিয়ার বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ডা. শামসুদ্দিন আহমেদের সুসন্তান শামসুল ওয়াসে কুষ্টিয়া চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের একাধিকবার পরিচালক হিসেবে সাফল্যের সঙ্গে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু’র নির্বাচিত সাহিত্য সম্পাদক ছিলেন তিনি।

এদিকে, শামসুল ওয়াসে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে ব্যবসায়ী মহলে সম্মানসূচক ও কৃতিত্বপূর্ণ এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে তার
উত্তরোত্তর সাফল্য ক‌রে শুভ কামনা জানানো হয়েছে।

পাশাপাশি তার এই বিশেষ অর্জন ও সাফল্যে জেলার ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক মহলকে গর্বিত করেছে। একজন সফল ব্যবসায়ী এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবেও তিনি সর্বমহলে সুপরিচিত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর